মনোহরদী শাহীন বৃত্তি ও ক্যাডেট একাডেমির আয়োজনে বুধবার দুপুরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হলো উপস্থিত বক্তৃতা ও বার্ষিক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৫। এবারের প্রতিযোগিতার বিষয় ছিল সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমেই দেশের দারিদ্র্য দূরীকরণ সম্ভব। শিক্ষার্থীদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ ও যুক্তিনির্ভর উপস্থাপনায় অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. এ. মুহাইমিন আল জিহান। সভাপতিত্ব করেন মনোহরদী শাহীন স্কুলের সভাপতি গোলাম মোস্তফা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শামিম আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূর, সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন খান প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতার সুষ্ঠু পরিচালনা ও ফলাফল নিরীক্ষার দায়িত্ব পালন করেন টোক হাই স্কুলের সহকারী শিক্ষক জাকির হোসেন। মডারেটর...