ঢাকা:রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় লাগা আগুনে পুড়ে মারা যাওয়া ১৬ জনের মধ্যে ছয়জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এছাড়া ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার (১৫অক্টোবর) সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ছয় লাশের ময়নাতদন্ত সম্পূর্ণ করেন ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. ফারহানা ইয়াসমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিআইডির ফরেনসিকের ল্যাব পরীক্ষক মো. মাসুদ রাব্বী। মাসুদ রাব্বী বলেন, ময়নাতদন্তের সময় ডিএনএ পরীক্ষার জন্য ছয়জনের হাড় ও টিস্যু সংগ্রহ করা হয়েছে পাশাপাশি আরও ১০ লাশের বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ময়নাতদন্তের সময় প্রতিটি লাশ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এছাড়া লাশের দাবিদারদের বৃহস্পতিবার সকাল ৯টায় মালিবাগ সিআইডি ল্যাবে গিয়ে নমুনা দিতে বলা হয়েছে। এর আগে ১৬ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন রূপনগর থানার উপ পরিদর্শক (এসআই) মুখলেসুর...