সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্রপত্রিকায় সম্প্রতি ভারত থেকে বিপুল পরিমাণ জাল টাকার নোট দেশে প্রবশ করার মতো খবরের বিষয়ে সাবধান করে চারটি সতর্কতামূলক পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (১৫ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই ধরনের খবর বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তবে জনগণকে অযথা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।আরো পড়ুন:৩৮ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংকসিএমএসএমই ঋণ সহজ করতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা সিএমএসএমই ঋণ সহজ করতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংক বলছে, জাল নোট তৈরি, বহন ও লেনদেন করা প্রচলিত আইনে গুরুতর অপরাধ। বাংলাদেশ ব্যাংক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাল টাকার প্রচলন রোধে নিয়মিত কার্যকর পদক্ষেপ নিচ্ছে। তারা জাল নোটের উৎস, প্রবাহ ও ব্যবহার রোধে কঠোর নজরদারি চালাচ্ছে। জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংক চারটি পরামর্শ দিয়েছে: নোট গ্রহণের...