১৬ অক্টোবর ২০২৫, ১২:২৫ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১২:২৫ এএম দেশের শেয়ারবাজারে ফের ঢালাও দরপতন হয়েছে। শেয়ার বাজারে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম কমার ফলে মূল্য সূচকের বড় পতন হয়েছে। গতকাল বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি সবকটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। সেইসঙ্গে কমেছে লেনদেন পরিমাণ। ডিএসই’র মতো অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে এ বাজারটিতেও মূল্যসূচকের বড় পতন হয়েছে। এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচক ঋণাত্মক হয়ে পড়ে। আর লেনদেনের শেষদিকে ঢালাও দরপতন হয়। লেনদেন শেষে ডিএসইতে সব...