১৬ অক্টোবর ২০২৫, ১২:২৪ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১২:২৪ এএম নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, অস্ট্রেলিয়ান মন্ত্রী সিইসির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে এআই ইন্টারভেনশন, তথ্যের অপব্যবহার, তথ্যদূষণ, ভুয়া তথ্যের ও প্রযুক্তির অপব্যবহারের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়া জানিয়েছে, তাদের দেশেও এ ধরনের সমস্যা রয়েছে। তারা ইউএনডিপি স্পন্সর করা ‘ব্যালট’ প্রকল্পেও সহযোগিতা করছে এবং ভবিষ্যতে অতিরিক্ত সহায়তার সুযোগ থাকলে তা বিবেচনা করবে। গতকাল নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ার ক্ষুদ্র ব্যবসা, আন্তর্জাতিক উন্নয়ন ও বহু সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ডা. অ্যান অ্যালির সঙ্গে আলোচনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। আখতার আহমেদ বলেন, অস্ট্রেলিয়ার মন্ত্রীর সঙ্গে মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল। মন্ত্রী নির্বাচন প্রক্রিয়া ও...