রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পেরিয়ে গেছে তিন বছর। প্রতিদিনের গোলাগুলি, ট্যাংকের গর্জন, ধ্বংসস্তূপ সবই এখন সেখানে নিত্যদিনের দৃশ্য। তবে এই রণক্ষেত্রে শুধু রুশ বা ইউক্রেনীয় সেনারা নন, আরও অনেক দেশের তরুণ লড়ছেন এই যুদ্ধে। তাদের মধ্যেই রয়েছেন এক বাংলাদেশি যুবক সোহেল সরদার নীরব। সোহেল এখন রাশিয়ার হয়ে যুদ্ধ করছেন। যুদ্ধক্ষেত্র থেকেই তিনি সামাজিক মাধ্যমে দিচ্ছেন একের পর এক ভয়ঙ্কর ভিডিও। কখনো হাতে তুলে ধরছেন বিস্ফোরিত ড্রোন, কখনো দেখাচ্ছেন ধ্বংসস্তূপে ভরা যুদ্ধভূমির দৃশ্য। ক্যামেরার সামনে তুলে ধরছেন ড্রোনে সংযুক্ত শক্তিশালী বোমা এবং যুদ্ধ চলার সময়ের ভয়াবহ মুহূর্ত। এক ভিডিওতে সোহেল বলেন, “গতকাল আমি মারা যেতাম ড্রোনের মাধ্যমে। ঠিক মাথার উপর দিয়েই আসছিল। ভাগ্যিস আমাদের এখানে নেটওয়ার্ক জ্যামের একটা মেশিন আছে, ওটাই আমাদের বাঁচিয়েছে।” তার এসব ভিডিও এখন বাংলাদেশের সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল। লাখো...