
বিশ্বের অধিকাংশ দেশ যুদ্ধ প্রস্তুতি ও প্রতিরক্ষা বাজেটে কোটি কোটি টাকা খরচ করছে। যুদ্ধবিগ্রহের প্রস্তুতি, অত্যাধুনিক অস্ত্র তৈরি ও প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ তুচ্ছ নয়। তবে পৃথিবীতে এমন কয়েকটি দেশও আছে, যাদের কোনও স্থায়ী সেনাবাহিনী নেই এবং তারা প্রতিরক্ষায় এক টাকাও ব্যয় করে না। দেশগুলো নিরাপত্তা নিশ্চিত করতে নির্ভর করছে কূটনীতি, আন্তর্জাতিক চুক্তি ও অন্য শক্তিশালী রাষ্ট্রের ওপর। দক্ষিণ আমেরিকার এই দেশটি ১৯৪৮ সালের গৃহযুদ্ধের পর সেনাবাহিনী বিলুপ্ত করে। প্রতিরক্ষা বরাদ্দের অর্থ জনগণের কল্যাণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা হয়। বর্তমানে কোস্টারিকা আন্তর্জাতিক চুক্তি ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সমঝোতার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করছে। দেশটিতে প্রায় ৫ কোটি মানুষ বাস করছে। এই দ্বীপরাষ্ট্রটির স্থায়ী সামরিক বাহিনী নেই। দেশের প্রতিরক্ষা প্রধানত নেটো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। একটি শক্তিশালী উপকূলরক্ষী বাহিনী...