চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অতীশ দীপঙ্কর হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে শীর্ষ তিন পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এগিয়ে রয়েছেন।বুধবার (১৫ অক্টোবর) রাত ১২ টা ২০ মিনিটের দিকে সমাজবিজ্ঞান অনুষদ ভবনের ডিন অফিসে ফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ও সদস্যসচিবের উপস্থিতিতে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী।ফলাফলে দেখা গেছে, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ২২৩ ভোট। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মো. ইব্রাহীম হোসেন পেয়েছেন ৯০ ভোট।জিএস পদে ছাত্রদলের প্রার্থী মো. শাফায়াত হোসেন ১৬৪ ভোট পেয়ে এগিয়ে আছে।বৈচিত্র্য ঐক্য প্যানেলের সুদর্শন চাকমা ১৩১ ভোট পেয়েছে। ছাত্রশিবিরের প্রার্থী সাঈদ বিন হাবিব ৮৩ ভোট পেয়েছে।চবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল-ছাত্রশিবিরএজিএস পদে ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান তৌফিক ২৬৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। স্বতন্ত্র...