চট্টগ্রামে বাঁশখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বড় ধরনের সংঘাতের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।বুধবার (১৫ অক্টোবর ) বিকাল ৪টা থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলার কাথরিয়া বাজারে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে ছিল। স্থানীয় যুবদল কর্মী মোরশেদুল ইসলামের ওপর হামলার জের ধরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ ঘটে বলে জানান স্থানীয়রা। এই ঘটনায় দুই দলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়।স্থানীয়রা জানান, জামায়াতের নেতাকর্মীরা কাথরিয়া বাজারের পশ্চিম দিকে এবং বিএনপি নেতা-কর্মীরা বাজারের পূর্ব দিকে অবস্থান নিয়ে পালটাপালতি স্লোগান দেন। এ সময় পুলিশের একটি টিম দুই দলের মাঝখানে ব্যারিকেড দিয়ে অবস্থান নেন। রাতের দিকে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে তারা সরে গেলেও এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।এর আগে বিকাল ৪টার দিকে যুবদল কর্মী মোরশেদুল ইসলাম ফেসবুকে...