ঢাকা:পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ন্যাম সদস্যদের মধ্যে ঐক্য এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সংস্কারের আহ্বান জানিয়েছেন।বুধবার (১৫ অক্টোবর) উগান্ডার কাম্পালায় ন্যামের ১৯তম মধ্য-মেয়াদী মন্ত্রী পর্যায়ের সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনের বক্তব্যে তৌহিদ হোসেন বলেন, গত বছরের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জনগণ প্রতিষ্ঠানকে শক্তিশালী, অধিকার নিশ্চিত এবং জবাবদিহিতা বজায় রাখার জন্য সংস্কার গ্রহণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তিনি আরও বলেন, একটি শক্তিশালী ও সমৃদ্ধ জাতি গঠনের জন্য নারীর ক্ষমতায়ন এবং যুবশক্তিকে কাজে লাগানো এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকেলে তৌহিদ হোসেন ফিলিস্তিন বিষয়ক ন্যাম মন্ত্রী পর্যায়ের কমিটির বৈঠকে অংশগ্রহণ করেন, যার সদস্য বাংলাদেশও। তিনি ফিলিস্তিনি স্বার্থের প্রতি বাংলাদেশের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। গাজায় সম্প্রতি সম্মত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে তিনি ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন, যেখানে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে...