শিক্ষক-কর্মচারীরা বুধবার দুপুরে শাহবাগ মোড়ের উদ্দেশে রওনা দিলে পুলিশ ব্যারিকেড দেয় তিন দফা দাবি আদায়ে বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এ ঘোষণার আগে তারা বুধবার,(১৫ অক্টোবর ২০২৫) প্রায় আড়াই ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন। বিকেল পৌনে ৫টায় শাহবাগ মোড় থেকে সরে যান আন্দোলনকারীরা। এর আগে আড়াইটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষকরা। তাতে ওই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের এলাকায় ব্যাপক যানজট দেখা দেয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে অবরোধ কর্মসূচি শেষ করার ঘোষণা দেন এমপিও শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। সরকার শিক্ষক-কর্মচারীদের দাবি মেনে না নিলে বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চ করার ঘোষণা দেন আজিজী। এ সময়...