চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে (চাকসু) কারচুপি চেষ্টার প্রতিবাদে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়বাদী ছাত্রদল। বুধবার (১৫ অক্টোবর) রাতে তারা এই কর্মসূচি পালন করে। অন্যদিকে প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মিছিল করে ছাত্রদলের একাংশ। এ বিষয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন যুগান্তরকে বলেন, চাকসু নির্বাচনে দিনব্যাপী নানা ধরনের অনিয়মের খবর পেয়েছি আমরা। তবে সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি। একইসঙ্গে চাকসুতে সত্তর শতাংশের মতো ভোট পরেছে কিন্তু এই স্বল্প ভোটারের ভোট গুনে নাকি আগামীকাল (বৃহস্পতিবার) ফল প্রকাশ করা হবে। যাতে জাহাঙ্গীরনগরের মতো ভোট গণনায় কোনো অনিয়ম না করতে পারে তার প্রতিবাদে আমারা শাহবাগে অবস্থান নিচ্ছি। আরও পড়ুনআরও পড়ুনতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত মুখোমুখি, অতিরিক্ত পুলিশ মোতায়েন এর আগে শাহবাগ থেকে ছোট একটি মিছিল বের...