ওবায়েদ আকাশ : দিন শেষে আমার মনে প্রশ্ন জাগে, আমরা কি পশ্চিমা সাহিত্যের অনুসরণে সাহিত্যচর্চা করছি? কিংবা আমরা কি তাদের ছুঁতে চেষ্টা করছি? সৈয়দ মনজুরুল ইসলাম : হ্যাঁ, কিন্তু অতিক্রম করতে পারছি না। যদি কেউ অসম্ভব খুব না হয়। সেরকম মেধাবী কয়েকজন যে নেই, তা কিন্তু নয়। তাঁরা আছেন বলেই আমাদের সাহিত্য একটা বড় ঐতিহ্য সৃষ্টি করেছে। ও. আ. : আমাদের নিজস্ব সংস্কৃতির যে ধারা, লালন, হাছন, রাধারমনের যে ধারা- সেটাকে কেন আমরা পুনর্নির্মাণের চেষ্টা করছি না? সৈ. ম. ই : এর কারণ নি¤œ ও উচ্চ সংস্কৃতির একটা তৈরি করা বিভাজন। আমরা যখন শিক্ষিত হতে শুরু করলাম, গ্রাম আমাদের কাছ থেকে দূরে যেতে শুরু করল। দূরত্বের ফলে- যে দূরত্বটা যতটা প্রকৃত তার থেকে বেশি ভাবনাগত- শহরটা হয়ে গেল এলিটদের একটা...