চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ফলাফল নিয়ে কারচুপির অভিযোগ তুলে ঢাকার শাহবাগে বিক্ষোভ মিছিলের পর অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। প্রতিবেদন লেখার আগ মুহূর্ত পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, কবি নজরুল কলেজ ছাত্রদল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল সহ রাজধানীর বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা সমবেত হয়েছেন। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কারচুপির পাঁয়তারা চলছে। আমরা খোঁজ পেয়েছি বেশ কয়েকটি অনিয়মের। তাই আমরা শাহবাগে প্রতিবাদী অবস্থান করছি। তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, এই চাকসুতে যদি আর সামান্য পরিমাণও অনিয়ম লক্ষ্য...