১৬ অক্টোবর ২০২৫, ১২:২৩ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১২:২৩ এএম স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন (এলএসটিডি) প্রকল্পের উদ্যোগে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন জাত ব্রি ধান-১০৩ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পাবনা জেলার সুজানগর উপজেলার দুর্গাপুর মধ্যপাড়ায় আয়োজিত এই মাঠ দিবসে স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তাসহ ব্রির বিজ্ঞানীরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ও প্রধান ড. হীরেন্দ্র নাথ বর্ম্মন। প্রধান অতিথি ছিলেন ড. মো. আনোয়ার হোসেন, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ও প্রকল্প পরিচালক, এলএসটিডি প্রকল্প-ব্রি। বিশেষ অতিথি ছিলেন ড. মোঃ মহিউদ্দিন, পরিচালক (অবসরপ্রাপ্ত), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, মো. আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার, সুজানগর, মো. সেন্টু রহমান, সাইন্টিফিক অফিসার, ব্রি আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জ, এবং...