চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় এক সাংবাদিকের সঙ্গে ছাত্রদলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মো. শাফায়াত হোসেন অশোভন আচরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চবির নতুন কলা ভবনকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে বিভিন্ন গণমাধ্যমের উপস্থিত সাংবাদিকরা এর প্রতিবাদ করলে ক্ষমা চান শাফায়াত।ভুক্তভোগী তৌহিদুর রহমান তুহি দ্য ডেইলি ক্যাম্পাসের ঢাকা অফিসের স্টাফ রিপোর্টার। তিনি বলেন, ‘সন্ধ্যায় নতুন কলা ভবনকেন্দ্রে ছাত্রদলের জিএস প্রার্থী এসে অভিযোগ করে জানান, তাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে প্রায় এক ঘণ্টা ধরে এলইডি বন্ধ করে রাখা হয়েছে। তখন আমি সাংবাদিক পরিচয় দিয়ে প্রশ্ন করি, সাধারণত ভোট গণনার সময় পোলিং এজেন্টরা কেন্দ্রের ভেতরে থাকেন এবং আপনাদের পোলিং এজেন্টকে কে বের করে দিয়েছেন? তখন ছাত্রদলের জিএস প্রার্থী মো. শাফায়াত...