বার্গাস ইয়োসার নায়কেরা মারিও বার্গাস ইয়োসা সম্পর্কে একটি সাধারণ ধারণা প্রচলিত রয়েছে যে, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের মতো তাঁর লেখাতেও রয়েছে জাদুবাস্তবতার আবহ। গার্সিয়া মার্কেজের মতো তাঁর লেখাতেও কল্পনা ও বাস্তবতার একটা স্বপ্নময় মিশ্রণ, অস্তিত্ব বিষয়ে একটা অস্পষ্টতা, সময়ের ধারাবাহিকতায় ছেদ টেনে সময়কে মনের একটি তাগিদ অথবা তাগিদহীনতা হিসেবে দেখা, অথবা চরিত্রদেরকে বাস্তবের ভেতর দিয়ে এক নতুন দৃশ্যপটে স্থাপন করা- যার মাত্রাগুলো পরিচিত হলেও রূপটি অচেনা, অনেক ক্ষেত্রে অজ্ঞাত- এরকম জাদুবাস্তবতাধর্মী বৈশিষ্ট্যের দেখা পাওয়া যায়। কিন্তু এগুলোর ব্যবহারে সবসময় তিনি সেই পূর্বাপরতা রক্ষা করেননি, যা গার্সিয়া মার্কেজ তাঁর প্রায় প্রতিটি কাজেই করেছেন। মারিও বার্গাস ইয়োসা বরং নিজেকে তাঁর সময়ের বর্ণনাকারী, গল্পকার ও ইতিহাস-লেখক হিসেবে দেখতেই বেশি আগ্রহী। তাঁর পছন্দ মানুষ, বিশেষ করে শক্তিশালী নায়কেরা এবং তাদের সঙ্গে সময়, পরিবেশ, প্রকৃতি এবং...