ডেঙ্গুতে আরও ৭৫৮ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে বুধবার, (১৫ অক্টোবর ২০২৫) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৭ হাজার ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ২৪২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, ঢাকা বিভবাগে ১৫৮ জন, ঢাকা উত্তর সিটিতে ১০২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১শ’ জন, খুলনা বিভাগে ৬২ জন, ময়মনসিংহে ৫০জন,রাজশাহী বিভাগে ৪৭জন,রংপুর বিভাগে ১৯ জন ও সিলেট বিভাগে ২ জন আক্রান্তের তথ্য স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। ডেঙ্গুতে আরও ৭৫৮ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।...