এক সময়ের দরিদ্র ছেলেটি আজ বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেতা। কখনও প্রেমিকা ছেড়ে গিয়েছেন টাকার অভাবে, কখনও পেটের দায়ে করতে হয়েছে পিওনের চাকরি— এমন শত প্রতিকূলতা পেরিয়ে আজ তিনি কোটি টাকার মালিক। বলিউড তাঁকে চেনে ‘ধর্মেশ স্যার’ নামে। গুজরাতের বরোদায় ১৯৮৩ সালের ৩১ অক্টোবর এক নিম্নবিত্ত পরিবারে জন্ম ধর্মেশ ইয়েলান্দের। বাবার ছোট্ট একটি চায়ের দোকানই ছিল সংসারের অবলম্বন। কিন্তু স্থানীয় পুরসভা দোকানটি ভেঙে দিলে দিন আসে একদম নেমে যায়। বাধ্য হয়ে অস্থায়ী স্টল বসান তাঁর বাবা, যেখানে দিনে আয় হতো মাত্র ৫০–৬০ টাকা। সেই আয়েই কোনো রকমে সংসার চলত, আর ধর্মেশ বাবাকে সাহায্য করতেন। অভাবের কারণে খুব বেশি পড়াশোনা করতে পারেননি ধর্মেশ। ছোটবেলা থেকেই নাচের ভক্ত ছিলেন। টিভির পর্দায় বলিউড তারকাদের নাচ দেখে অনুপ্রাণিত হতেন। ক্লাস সিক্সে পড়ার সময় প্রথম...