সৈয়দ মনজুরুল ইসলাম / জন্ম : ১৮ জানুয়ারি ১৯৫১; মৃত্যু : ১০ অক্টোবর ২০২৫ অসংখ্য সাহিত্যপ্রমী ও শিক্ষার্থীসুহৃদের আশা গুঁড়িয়ে দিয়ে চলে গেলেন লেখক-শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম। এক মাসেরও কম সময়ের ব্যবধানে তিন কৃতী মানুষকে বিদায় দিতে হলো: প্রথমে বদরুদ্দীন উমর, বামপন্থী চিন্তক ও গবেষক, ৯৪বছর বয়সে, এর পর গেলেন বায়ান্নর অন্যতম ভাষা সংগ্রামী ও লেখক আহমদ রফিক। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তুলনায় সৈয়দ মনজুরুল ইসলামকে হারালাম মাত্র ৭৪ বছর বয়সে। একে আমরা অকাল প্রয়াণই বলব। হৃদরোগে আক্রান্ত হয়ে যখন সৈয়দ মনজুর হাসপাতালে ভর্তি হলেন, তখন আমরা কায়মনো বাক্যে প্রার্থনা করেছিলাম, তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন। এমনকি লাইফ সার্পোটে নেওয়ার পরও আশা ছাড়িনি; এ রকম জীবনমৃত্যুর সন্ধিক্ষণ থেকে আমাদের অনেক প্রিয়জন ফিরে এসেছেন। কিন্তু সৈয়দ মনজুর ফিরলেন না।...