জননন্দিত কিশোর থ্রিলার ‘তিন গোয়েন্দা’ সিরিজের লেখক রকিব হাসান আর নেই। গতকাল দুপুরে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। পারিবারিক কবরস্থানেই চিরনিদ্রায় শায়িত হলেন রকিব হাসান। বয়সে তিন গোয়েন্দা পড়ে বেড়ে ওঠা পাঠকরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানায় শোক ও শ্রদ্ধা বাংলাদেশের কিশোর সাহিত্যে রোমাঞ্চ ও রহস্যের জগৎ তৈরি করা জনপ্রিয় এই লেখকের মৃত্যুতে দেশের সাহিত্যপ্রেমী পাঠকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন রকিব হাসান। প্রতি সপ্তাহে একাধিকবার তাকে ডায়ালাইসিস করাতে হতো। রুটিন অনুযায়ী ডায়ালাইসিস এর জন্যই হাসপাতালে যান তিনি। গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খন্দকার জানান, ‘দুপুরের পর ডায়ালাইসিস করাতে এসেছিলেন রকিব হাসান। তবে ডায়ালাইসিস শুরু হওয়ার আগেই তিনি অজ্ঞান হয়ে পড়েন।...