কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই এবার তাদের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে প্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ কনটেন্ট চালুর ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ এক পোস্টে জানান, “সামনের সংস্করণগুলোতে চ্যাটজিপিটি আরও মানবসদৃশ আচরণ করতে পারবে— তবে কেবল তখনই, যখন ব্যবহারকারীরা নিজেরা তা চাইবেন।” ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অল্টম্যানের এই সিদ্ধান্তকে অনেকে ইলন মাস্কের এক্সএআই প্ল্যাটফর্ম ‘গ্রোক’–এর সাম্প্রতিক পদক্ষেপের অনুকরণ হিসেবে দেখছেন। সেখানে সম্প্রতি যৌনবিষয়ক দুটি চ্যাটবট চালু হয়েছে। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ওপেনএআইকে আরও বেশি পেইড সাবস্ক্রাইবার আকৃষ্ট করতে সাহায্য করবে, বিশেষ করে প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের ক্ষেত্রে। যদিও প্রতিষ্ঠানটি বিষয়টি নিয়ে বিবিসির প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছে। ঘটনাটি এসেছে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্রে এক কিশোরের আত্মহত্যার ঘটনায় ওপেনএআই–এর বিরুদ্ধে মামলা চলছে। মামলার নথিতে বলা হয়, ১৬...