সহজ-সরল ভাষায় কথা বলে ও হাস্যরসাত্মক ছড়া বলে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠেন রিপন মিয়া। তার মুখের কথা—“এটাই বাস্তবতা, আমি রিপন ভিডিও, হা হা হা!”— এখন অনেকেরই মুখে মুখে। রিপন মূলত একজন গ্রামের কাঠমিস্ত্রি ছিলেন। অবসরে ভিডিও বানাতেন, কখনো ছড়া বলতেন। আয় তেমন না থাকায় একসময় চাকরি খুঁজতে ঢাকায় আসেন। সেখানে পিয়নের চাকরি পেলেও বেশিদিন টিকতে পারেননি; ফিরে যান গ্রামে। কিছুদিন পর রান্নার ভিডিও বানিয়ে আবারও আলোচনায় আসেন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে এই জনপ্রিয় কনটেন্ট নির্মাতাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। একটি টেলিভিশন প্রতিবেদনে রিপনের বিরুদ্ধে বাবা-মাকে অবহেলার অভিযোগ ওঠে। তার মায়ের কণ্ঠে ক্ষোভ— “অনেক কষ্টে মানুষ করেছি, এখন পরিচয়ও দেয় না। আমরা গরিব, তাই হয়তো ওর মানসম্মান কমে যাবে।” এই বক্তব্য সামাজিকমাধ্যমে ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। অনেকে রিপনকে “অহংকারী”...