বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে।’ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ঢাকা-৮ সংসদীয় এলাকার ট্রেড ও সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটি দল জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। তারা নানা উপায়ে ষড়যন্ত্র করছে যাতে জাতীয় নির্বাচনের আগে গণভোট না হয়। কারণ, গণভোট হয়ে গেলে জুলাই সনদ আইনি ভিত্তি পাবে এবং তার ভিত্তিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আশঙ্কায় তারা জুলাই সনদের গণভোট জাতীয় নির্বাচনের দিনেই দেওয়ার পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে। কিন্তু...