কোল্ডরিফ, রেসপিফ্রেশ টিআর এবং রিলাইফ—ভারতে তৈরি এই তিনটি ব্র্যান্ডের কাশির সিরাপ নিয়ে গোটা বিশ্বকে সতর্ক করে নির্দেশিকা জারি করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, ওই ৩টি সিরাপের কারণে বড়সড় প্রাণঘাতী অসুস্থতা হতে পারে। WHO-এর বিশ্বের সব দেশকে জানানো হয়েছে যে, যদি তাদের দেশে ওই ৩টি কাশির সিরাপ দেখা যায়, তাহলে দ্রুত তাদের জানাতে। আরও জানানো হয়েছে, ওই ৩টি কাশির সিরাপ ২ বছরের নিচের কোনো শিশুকে দেওয়া উচিত নয়। সাধারণত পাঁচ বছরের নিচে...