নোয়াখালীকে বিভাগ করার দাবিতে দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেলের কাছে স্মারকলিপি প্রদান করেছেন বৃহত্তর নোয়াখালী সমিতি সংযুক্ত আরব আমিরাতের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুবাইয়ে এ উপলক্ষে এক তাৎক্ষণিক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নবগঠিত কমিটির নেতারা দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামানের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপিতে বৃহত্তর নোয়াখালী অঞ্চলকে পূর্ণাঙ্গ বিভাগ ঘোষণার দাবি জানানো হয়। নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মাহে আলম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন সুমন, দপ্তর সম্পাদক গাজী মোহাম্মদ ফখরুল ইসলাম হিরন, যুগ্ম আহ্বায়ক মো....