চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ঘোষিত ৩টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে ভিপি ও এজিএস পদে ছাত্রদলের প্রার্থীরা এগিয়ে রয়েছে। এছাড়া জিএস পদে ছাত্রশিবিরের সমর্থিত প্রার্থী এগিয়ে রয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) রাত পৌনে ১টা পর্যন্ত চাকসু নির্বাচনের আইসিটি সেল থেকে শিল্পী আব্দুর রশিদ ছাত্রাবাস এবং মাস্টার দা সূর্য সেন ও অতীশ দীপঙ্কর হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, ৩ কেন্দ্রে ভিপি পদে ছাত্রদল মনোনীত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৩৯৮ ভোট ও শিবির মনোনীত ইব্রাহীম হোসেন রনি পেয়েছেন ২৪৭ ভোট। জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব ২৮৬ ভোট এবং ছাত্রদলের শাফায়েত হোসেন ২৩১ ভোট পেয়েছেন। এছাড়া এজিএস (যুগ্ম সাধারণ সম্পাদক) পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৪৭৪ ভোট ও শিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ১৩১ ভোট। এর আগে আজ...