নিজে পেশায় চিকিৎসক হলেও স্ত্রী বিশ্বের অন্যতম বড় তারকা হওয়ায় বিলাসী জীবনযাপন করতেন স্বামী। কিন্তু ডিভোর্সের পর বিলাসিত করার পর্যাপ্ত অর্থ নেই। তাই মাসে মাসে স্ত্রীর কাছ থেকে অর্থ নিতে আদালতের দারস্থ হয়েছেন স্বামী। ঘটনা অস্ট্রেলিয়ার পপ তারকা সিয়া ফার্লার এবং তার স্বামী বার্নাডের মধ্যে। গত মার্চ মাসে তিনি স্বামীর সঙ্গে ডিভোর্সের আবেদন করেন। সংবাদমাধ্যম বিবিসি বুধবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, আদালতে বার্নাড বলেছেন স্ত্রীর সঙ্গে থাকার সময় যে ‘বিলাসী ও সমাজের উঁচুস্তরের মানুষের’ জীবন-যাপন তিনি করতেন সেটি অব্যাহত রাখতে মাসে তার ২ লাখ ৫০ হাজার ডলার প্রয়োজন। যা বাংলাদেশি অর্থে ৩ কোটি টাকার বেশি। তিনি আদালতে বলেছেন, ‘অর্থনৈতিকভাবে স্ত্রীর ওপর নির্ভর ছিলেন’। এছাড়া সাবেক স্ত্রীর কথায় চাকরি ছেড়ে তার সঙ্গে মেডিকেল ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু এ ব্যবসা বেশিদিন...