১৬ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম সম্প্রতি একটি পারফিউম ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে হাজির হয়েছিলেন সাবিলা নূর। সেখানে পারফিউম প্রসঙ্গে নিজের পছন্দ ও অভিজ্ঞতা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আরেক অভিনেত্রী তাসনিয়া ফারিণও, যিনি একই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। পারফিউম ব্যবহার করা নিয়ে সাবিলা নূর বলেন, আমি পারফিউম খুবই পছন্দ করি। আমার পছন্দের পারফিউম সাধারণত ফ্রেশ ধরনের হয়। যেমন ওশান বা গাছ-পাতার ঘ্রাণ। এ ধরনের পারফিউম আমার ভীষণ ভালো লাগে। আমি মনে করি, লেয়ারিং পারফিউম ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করে তোলে। তিনি বলেন, আমি পারফিউম গিফট পেতে খুবই পছন্দ করি। আমার বন্ধুরা বা যারা আমাকে ভালোভাবে চেনেন, তারা প্রায়ই আমাকে পারফিউম উপহার দেন। তার মতে, পারফিউম কেবল সুগন্ধ...