১৬ অক্টোবর ২০২৫, ১২:২৫ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১২:২৭ এএম ইসরাইল থেকে ফেরত দেওয়া ৯০ জন ফিলিস্তিনির লাশ শনাক্ত করতে কাজ করছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা। লাশগুলোর মধ্যে অনেকেই হয়তো ইসরাইলের কারাগারে আটক অবস্থায় মৃত্যুবরণ করেছেন, আবার অনেকে গাজায় ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন কি না, সেটি নিশ্চিত হওয়া যায়নি। লাশগুলো বর্তমানে খান ইউনিসের নাসের হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে হাসপাতালগুলোর মহাপরিচালক ডা. মোহাম্মদ জাকৌত জানান, ইসরাইলি সেনাবাহিনী কর্তৃক হস্তান্তর করা এসব লাশ শনাক্ত করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, ‘আমরা এখনো নিশ্চিত নই-এরা কারাগারে মারা যাওয়া শহীদ, নাকি গাজায় নিহত। যদি শনাক্ত করা সম্ভব না হয়, তাহলে ছবিগুলো অনলাইনে প্রকাশ করা হবে যাতে পরিবারগুলো নিজ উদ্যোগে তাদের প্রিয়জনদের শনাক্ত করতে পারেন।’ একজন ফ্রিল্যান্স সাংবাদিক নাসের হাসপাতালের...