চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (চাকসু) ফলাফল কারচুপির পাঁয়তারার অভিযোগে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। এ সময় তারা নির্বাচনে কারচুপির প্রতিবাদ ও বিক্ষোভ প্রকাশ করে। রাকিবুল ইসলাম রাকিব বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কারচুপির পাঁয়তারা চলছে। আমরা খোঁজ পেয়েছি বেশ কয়েকটি অনিয়মের। তাই আমরা শাহবাগে প্রতিবাদী অবস্থান করছি। তিনি আরও বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, এই চাকসুতে যদি আর সামান্য পরিমাণও অনিয়ম লক্ষ্য করি এবং ফল পাল্টে দিয়ে কাউকে বিজয়ী করার পরিকল্পনা করা হয় তাহলে আমরা আগামীকাল থেকে তার জবাব দেব।তিনি বলেন, সেই জবাব এত ক/ঠোর হবে যে পুরো বাংলাদেশের রাজনীতির...