১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম টেস্টের ধৈর্য্য কিংবা টি-টোয়েন্টির মারকাটারি স্টাইল কোনোটিই এখনও ঠিকঠাক আয়ত্বে নিতে না পারা বাংলাদেশের সবচাইতে পছন্দের সংস্করণ ছিল ওয়ানডে। তবে সেই সুখ-সময় এখন কেবলই স্মৃতি। ২২ গজের ক্রিকেটীয় লড়াইয়ে ৫০ ওভার খেলাটাই এখন নতুন চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। সর্বশেষ ১০ ওয়ানডের মাত্র দুটি ম্যাচে অলআউট হয়নি বাংলাদেশ। আরেকটু পরিস্কার করে বললে, এ বছর খেলা আট ওয়ানডের মধ্যে মাত্র একবারই অলআউট হয়নি মেহেদী হাসান মিরাজরা! তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে ধবলধোলাই হওয়ার পর তাই উঠতে শুরু করেছে এ প্রশ্নটাও- বাংলাদেশ কি পছন্দের সংস্করণ ওয়ানডে খেলতে ভুলে গেছে? উত্তরটা বোলারদের জন্য কী হবে, তা নিয়ে দ্বিধা থাকতে পারে; কিন্তু ব্যাটসম্যানরা যে ওয়ানডে খেলতে পারছেন না, তা বলে দেওয়া যায় কোনো...