১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম বড় জয়ে প্রস্তুতি ম্যাচ শেষ করলো আর্জেন্টিনা। আগের ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারানোর পর এবার পুয়ের্তোরিকোকে বড় ব্যবধানে হারিয়েছে লিওনেল মেসিরা। শক্তি ও সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা পুয়ের্তো রিকোর জালে গোল উৎসব করল বিশ্ব চ্যাম্পিয়নরা। গতকাল বাংলাদেশ সময় সকালে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে পুয়ের্তোরিকেকে ৬-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। জোড়া গোল করেছেন আলেক্সিস ম্যাক আলিষ্টার ও লাউতারো মার্টিনেজ। একটি গোল করেছেন গঞ্জালো মন্তিয়েল অন্য গোলটি আত্মঘাতী। ভেনেজুয়েলার বিপক্ষে আগের ম্যাচে না খেলা অধিনায়ক লিওনেল মেসি এম্যাচে পুরো সময় খেলেছেন। যদিও নিজে গোলের দেখা পায়নি। তবে সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন দুটি। তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় আর্জেন্টিনা। জিওভানি লো সেলসোর কাছ থেকে পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে শট লক্ষ্যে...