১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম যদি ভাগ্য অনুকূলে থাকে, তবে অলৌকিক ঘটনাও ঘটে যেতে পারে — ঠিক যেমনটি ঘটেছে যুক্তরাজ্যের এক গলফার টমি ফ্লিটউড–এর জীবনে। তিনি এক মাছির সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যেই কোটিপতি হয়ে যান!ঘটনাটি ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত বিএমডব্লিউ চ্যাম্পিয়নশিপে। প্রতিযোগিতার সময় টমি একটি শট নেন, যা গর্তের এক সেন্টিমিটার দূরে গিয়ে থামে। কিন্তু ভাগ্যের খেলায়, তখনই একটি মাছি এসে বলটির ওপর বসে — আর তার হালকা ওজনের প্রভাবে বলটি আরও সামান্য গড়িয়ে কাপে পড়ে যায়। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে গল্ফার ও দর্শকরা মুহূর্তেই হতবাক হয়ে যান। রিপ্লে ভিডিওতে দেখা যায়, গর্তের ধারে থেমে থাকা বলটি সত্যিই মাছির স্পর্শে কাপে ঢুকে যায়।এই এক অলৌকিক শটের কারণে টমি ফ্লিটউড জিতে নেন ৯১০,০০০...