গাজা যুদ্ধের অবসান প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে সহিংস উপায় অবলম্বন করা হবে। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন। এদিকে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো ইসরাইলি হামলায় গত ২৪ ঘন্টায় ২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে পশ্চিমতীরে গণগ্রেপ্তার অব্যাহত রেখেছে ইসরাইলি সেনারা। ইসরাইলি কারাগারে এখনো বন্দি রয়েছেন ১১,৪৬০ ফিলিস্তিনি। খবর আলজাজিরার।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যদি হামাস অস্ত্র নামিয়ে না রাখে তাহলে আমরাই তাদের নিরস্ত্র করব। মার্কিন প্রেসিডেন্টের পূর্বের বক্তব্যগুলো থেকে ধারণা পাওয়া যায়, গাজায় হামাসকে সীমিত ভূমিকায় থাকতে দেওয়া হতে পারে। এর ইমধ্যে জানা গেছে, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের দূতদের সঙ্গে হামাস নেতাদের সরাসরি বৈঠক হয়েছে। যা দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। তবে স্থানীয় সময় মঙ্গলবার...