পাইকগাছায় অব্যবস্থাপনা ও তদারকির অভাবে সরকারি পাঠাগার এখন জরাজীর্ণ অব্যবস্থাপনা ও তদারকির অভাব, পর্যাপ্ত নিরাপত্তার অভাব এবং কর্তৃপক্ষের অনাগ্রহের কারণে পাইকগাছা উপজেলার একমাত্র সরকারি পাঠাগারের অবস্থা এখন জরাজীর্ন। বেহাল অবস্থার কারণে এখন পাঠকরাও কম আসেন। প্রতিদিন পত্রিকাও রাখা হয় না। অব্যবস্থাপনা ও তদারকির অভাব, পর্যাপ্ত নিরাপত্তার অভাব এবং কর্তৃপক্ষের অনাগ্রহের কারণেই পাঠাগারের পরিবেশ নষ্ট হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।সরেজমিনে ঘুরে দেখা গেছে, পাঠাগারে হাতে গোনা কয়েকটি টেবিল-চেয়ার ও আলমারি ছাড়া বাকি সব আসবাবপত্রের অবস্থা ভঙ্গুর। নতুন কোনো বই নেই। ধুলোবালি আর অযতœ অবহেলায় রয়েছে পাঠাগার। দেওয়ালের রঙ চটা অবস্থা আর বিভিন্ন স্থানে ধরেছে ফাটল। পাঠাগারের ভবন ফেটে পানি পড়ে এবং জানালা-দরজাও প্রায় সব ভাঙা অবস্থায় রয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, এক সময় উপজেলার এই পাঠাগারে বই পড়তে ভিড় জমাতেন ছাত্র-ছাত্রী, চাকরিপ্রার্থী ও...