আসন্ন জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের পক্ষে আবারও দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি নির্বাচনের দিন গণভোট করার প্রস্তাবকে ‘উদ্ভট আলোচনা’ এবং সাংবিধানিক সংকট সৃষ্টির কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন। বুধবার (১৫ অক্টোবর) রাতে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি জানান। এই বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও উপস্থিত ছিলেন। ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জোর দিয়ে বলেন, জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরেই গণভোট হতে হবে। তিনি উল্লেখ করেন যে বিএনপি শুরুতে গণভোটে দ্বিমত পোষণ করলেও শেষ পর্যন্ত একমত হয়েছে, যার জন্য জামায়াতের পক্ষ থেকে তিনি বিএনপিকে ধন্যবাদ জানান।তার মতে, নির্বাচনের আগেই জনগণের থেকে সাংবিধানিক সংস্কার বিষয়ে সিদ্ধান্ত আসা জরুরি। জামায়াত নেতা...