চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত কর্মী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারা মারা যান। নিহত দুজন হলেন মিলন আলী ও আলম আলী। তারা উপজেলার ফতেপুর ইউনিয়নের মারকইল সাহাপুকুর মহল্লার নওসেদ আলির ছেলে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুল সালাম তুহিনের সমর্থক ছিলেন। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, গতকাল (মঙ্গলবার) বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত মিলন ও তার ভাই আলমের মৃত্যু হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় মামলা করেনি বলে জানান তিনি। মঙ্গলবার বেলা...