রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)কে কেন্দ্র করে স্থানীয় কাজলায় বিভিন্ন মেসে বিরিয়ানির প্যাকেট বিতরণ করেছেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১৫ অক্টোবর) রাত ৮টা ও পরে দিবাগত রাত ১১টায় খাবারগুলো বিলি করেন তারা। সঙ্গে ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীদের ছবি ও ব্যালট নম্বরসহ একটি টোকেন দেওয়া হয়। মেসে অবস্থানরত শিক্ষার্থীরা জানান, বুধবার সকালেই সবাইকে ছাত্রদল মনোনীত প্যানেলের জন্য দোয়া ও রাতে খাবারের কথা জানিয়ে যায় তারা। এছাড়া কাজলায় অবস্থিত জমজম মেসেও মেস ম্যানেজার সবাইকে খাবার নেওয়ার জন্য কয়েকবার দাওয়াত দিয়ে যান। কাজলার জমজম মেসে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের মেস মালিক বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনিসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরাই এ আয়োজন করেছেন বলে জানান তারা। নাম প্রকাশে অনিচ্ছুক প্রথম বর্ষের এক শিক্ষার্থী বলেন, সকালেই...