চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণাকে ঘিরে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে। বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টা থেকে ক্যাম্পাসের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় মুখোমুখি অবস্থান নেয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন। সরেজমিনে দেখা যায়, রাত ৯টায় থেকে বিশ্ববিদ্যালয় ১নং গেট এলাকায় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে গেটের দুই পাশে অবস্থান করছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল ঘোষণার পর উচ্ছ্বাস করতে দেখা গেছে উভয় দলের নেতাকর্মীদের। তবে এখনও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। এ...