ইসরায়েলি কারাগারে নিজের উপর চালানো নির্যাতনের বর্ণনা দিয়েছেন বিখ্যাত সুইডিশ পরিবেশবাদী কর্মী গ্রেটা থুনবার্গ। তিনি জানিয়েছেন, চলতি মাসের শুরুর দিকে গাজায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা করা এক মানবিক বহরে যোগ দেওয়ায় ইসরায়েলি সেনাদের হাতে পাঁচ দিন ভয়াবহ নির্যাতন সহ্য করতে হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।থুনবার্গ জানিয়েছেন, ইসরায়েলি সেনারা তাদের মারধর, লাথি ও গ্যাস দেওয়ার হুমকি দেয়। এমনকি খাঁচার ভেতরে বন্দি রেখে বিদ্রুপ করে। ‘গ্লোবাল সুমুদ’ নামের ওই মানবিক বহরটি গাজার উপর ইসরায়েলের দীর্ঘমেয়াদি অবরোধ ভেঙে খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছানোর চেষ্টা করছিল।সুইডিশ দৈনিক আফটনব্লাডেটকে থুনবার্গ বলেন, এটা আমার বা আমাদের নিয়ে নয়। হাজার হাজার ফিলিস্তিনি— যাদের মধ্যে শত শত শিশু আজ বিচার ছাড়াই বন্দি রয়েছে। তাদের অনেকেই নির্যাতনের শিকার।তিনি বলেন, মুখোশধারী ইসরায়েলি সেনারা স্বয়ংক্রিয় অস্ত্র হাতে নিয়ে নৌবহরে...