ফাহমিদুর রহমান ফাহিম, রাবি ||রাইজিংবিডি.কম রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১২টায়। প্রায় ২০ দিনের প্রচারণা শেষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এর মাধ্যমে দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পূরণ হতে যাচ্ছে রাবি শিক্ষার্থীদের প্রাণের দাবি। আর প্রাণ ফিরে পেতে যাচ্ছে ৩৫ বছর ধরে নিষ্ক্রিয় থাকা রাকসু।আরো পড়ুন:কাল ভোট, চলছে রাকসু ভবন প্রস্তুতের কাজরাকসু নির্বাচন পর্যবেক্ষণ করবে ১০ সদস্যের কমিটি এদিকে, ভোটগ্রহণকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন চলাকালে নিরাপত্তার জন্য ২ হাজার পুলিশ, ছয় প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র্যাব মোতায়ন করেছে প্রশাসন। ক্যাম্পাসের গেটগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভোটগ্রহণের দিন, তার আগের ও পরেরদিন বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা...