বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে চলমান মন্দার ধাক্কা এবার ফের আঘাত হানছে মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান অ্যামাজন-এ। সূত্রের খবর, নতুন করে সংস্থার প্রায় ১৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা নিয়েছে তারা। এবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন সংস্থার মানবসম্পদ (এইচআর) বিভাগের কর্মীরা। এ ছাড়া ‘পিপল এক্সপেরিয়েন্স অ্যান্ড টেকনোলজি (PXT)’ টিম ও ভোক্তা ব্যবসার সঙ্গে যুক্ত একাধিক কর্মীকেও চাকরি হারানোর মুখে পড়তে হতে পারে। সংবাদসংস্থা ফরচুন-এর প্রতিবেদন অনুযায়ী, এই ছাঁটাই প্রক্রিয়া কয়েক ধাপে সম্পন্ন হবে। তবে মোট কতজন কর্মী এর আওতায় পড়বেন, তা এখনও পরিষ্কার করে জানায়নি অ্যামাজন কর্তৃপক্ষ। এর আগে ২০২২–২৩ সালের মধ্যে অ্যামাজনের ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাই হয়— তখন প্রায় ২৭ হাজার কর্মীকে বাদ দেওয়া হয়েছিল। তখন সংস্থাটি জানিয়েছিল, কোভিড-পরবর্তী সময়ে ভোক্তাদের আচরণ ও কেনাকাটার ধরণ পাল্টে যাওয়ার কারণেই এমন কঠিন সিদ্ধান্ত...