ইসরায়েল-গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিকে স্বস্তি অনুভব করছেন, অন্যদিকে ভবিষ্যৎ নিয়ে রয়েছেন উদ্বেগে। গত বছর মার্কিন বিভিন্ন ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভ হয়েছিল যুদ্ধবিরতির দাবিতে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়ে প্রায় ৫০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে। “সিজফায়ার নাও” স্লোগানে মুখর ছিল মার্কিন ক্যাম্পাসগুলো। বিক্ষোভ চলাকালে ৩ হাজারেরও বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা করেন, “যুদ্ধ শেষ।” এই ঘোষণার পর থেকেই যারা যুদ্ধবিরতির দাবিতে আন্দোলন করেছিলেন, তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ইন্ডিয়ানার আর্লহাম কলেজের শিক্ষার্থী ও কর্মী খালিদ বলেন, “আমার প্রথম প্রতিক্রিয়া ছিল স্বস্তির। কারণ এখন আমার আত্মীয়স্বজনসহ গাজার মানুষ কিছুটা হলেও স্বস্তি নিতে পারবে। কিন্তু একই সঙ্গে কিছুটা আশঙ্কাও আছে—এই শান্তি কতটা স্থায়ী হবে তা নিয়ে।” জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী...