১৬ অক্টোবর ২০২৫, ১২:২১ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১২:২১ এএম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান না বলে তিনি ‘খুবই হতাশ’। তিনি পুতিনকে দ্রুত যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়ে সতর্ক করেছেন, অন্যথায় রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়বে। মঙ্গলবার হোয়াইট হাউসে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে আলাপকালে সাংবাদিকদের কাছে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি খুবই হতাশ, কারণ ভøাদিমির ও আমার মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। সম্ভবত এখনো আছে। আমি জানি না কেন তিনি এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এই যুদ্ধ তার জন্য খুব খারাপ হয়েছে।’ ট্রাম্প আরও বলেন, ‘আমি চাই তিনি ভালো থাকুন। ভøাদিমির পুতিনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তিনি এই যুদ্ধ শেষ করতে চান না। আমি মনে...