১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচ শেষে হংকং চায়না থেকে গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ৪-৩ ব্যবধানে হতাশার হার দিয়ে হোম ম্যাচ শেষ করলেও হংকংয়ে গত পরশু স্বাগতিকদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে লাল-সবুজরা। হংকং চায়নার দুই ম্যাচেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ দল। হংকংয়ের মাটিতে সুযোগ মিস না হলে ম্যাচটি জয়ে রাঙাতে পারতো লাল-সবুজরা। ঢাকায় ফিরে গোল করতে না পারার আক্ষেপ ঝরেছে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার কণ্ঠে, ‘ম্যাচের প্রথমার্ধ ভালো না হলেও দ্বিতীয়ার্ধে যখন খেলোয়াড় বদল করা হয় তখন আমাদের খেলায় পরিবর্তন এসেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দ্বিতীয় গোল করতে পারিনি। এটা একটু খারাপ লাগছে, তবে দ্বিতীয়ার্ধে আমরা বেশ ভালো খেলেছি।’ হোম ম্যাচের মতই...