১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম আমেরিকার ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে এলাকায় অনুষ্ঠিত বিশ্ব কদু প্রতিযোগিতায় এবছর বিজয়ী হয়েছেন কৃষক ব্র্যান্ডন ডসন। তার উৎপাদিত কদুটির ওজন ছিল ২ হাজার ৩৪৬ পাউন্ড, যা প্রতিযোগিতার সবচেয়ে ভারী কদু হিসেবে নির্বাচিত হয়েছে। গত বছর ডসনের কদু ২ হাজার ৪৬৫ পাউন্ড ওজন নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিল। অবশেষে এবছর তিনি নিজের স্বপ্নের শিরোপা জয় করতে সক্ষম হন। গতবারের চ্যাম্পিয়ন ট্রাভিস গিনজার জানান, এ বছর তার কদু মৌসুমের শুরুতেই ফেটে যায়, ফলে তিনি শুধুমাত্র বন্ধুবান্ধবকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন। ডসনকে প্রতি পাউন্ডে ৯ ডলার হিসেবে মোট ২১ হাজার ১১৪ ডলার পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, কেউ যদি নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করে, তবে অতিরিক্ত ৩০ হাজার ডলার...