১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম চট্টগ্রামের বাঁশখালী উপকূলবাসীর প্রাণ রক্ষায় ৩০০ কোটি টাকায় নির্মিত স্থায়ী বেড়িবাঁধ কোনো রকম জলোচ্ছ্বাস ছাড়াই ব্লক ধসে সাগরে তলিয়ে গেছে। বঙ্গোপসাগর উপকূলবর্তী খানখানাবাদের প্রেমাশিয়া এলাকায় ৭দিন আগে বিশালকার এই বেড়িবাঁধ তলিয়ে যাওয়ায় চরম আতঙ্কে রয়েছে এলাকাবাসী। ক্ষতিগ্রস্ত বাঁধের আশেপাশে নতুন করে আরো ফাটল সৃষ্টি হওয়ায় যে কোনো মুহুর্তে নতুন করে আবারও বাঁধ ধসে বঙ্গোপসাগরের পানিতে প্লাবিত হতে পারে খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া ও কদমরসুল এলাকা। জানা যায়, বাঁশখালী উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণে ৯ বছর আগে প্রায় ২৫১ কোটি টাকার প্রকল্প নিয়েছিল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ২০১৫ সালের ১৯ মে প্রকল্পটি একনেকে পাস হয়। বঙ্গোপসাগর ও সাঙ্গু নদীর পাড়ে ১৪ কিলোমিটার দীর্ঘ এ বাঁধ নির্মাণে কয়েক দফা সময় ও ব্যয়...