১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এক বিবৃতিতে বলেছেন, শিক্ষক আমাদের সমাজ নির্মাণের কারিগর। তাদের সম্মান ও মর্যাদার ওপরে রাষ্ট্রের আগামীর ভবিষ্যত নির্ভর করে। শিক্ষকদের আর্থিক নিশ্চয়তা ও স্বাবলম্বিতা শিক্ষাখাতে মেধাবীদের আকর্ষণ করবে। তাই এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের চলমান আন্দোলনকে সম্মান-শ্রদ্ধার সাথে আলোচনার টেবিলে সমাধান করতে হবে। পীর সাহেব চরমোনাই বলেন, একজন শিক্ষকের আবাসনভাতা, উৎসবভাতা ও চিকিৎসাভাতা হিসেবে যা দেয়া হয় তা ভাবাও যায় না। ফলে তারা যে দাবি করছে তা যৌক্তিক। ইসলামী আন্দোলন বাংলাদেশ বারংবার শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির কথা বলে আসছে। শিক্ষাখাতে যে বরাদ্দ হয় তার বেশিরভাগই যায় অবকাঠামো ও প্রশাসনিক খাতে। মূলত যারা পাঠদানের কাজ করছেন তাদের জন্য বরাদ্দ থাকে খুবই...