১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্র-পত্রিকায় সম্প্রতি ভারত থেকে বিপুল পরিমাণ জাল টাকা বাংলাদেশে প্রবেশ করছেÑ এমন খবর প্রকাশের পর কেন্দ্রীয় ব্যাংক বিষয়টি নিয়ে সতর্ক বার্তা দিয়েছে।গতকাল বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ ধরনের খবরে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং জনগণকে অযথা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, জাল টাকা তৈরি, বহন ও লেনদেন করা দেশের প্রচলিত আইনে গুরুতর অপরাধ। বাংলাদেশ ব্যাংক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাল টাকার প্রচলন রোধে নিয়মিত কার্যকর পদক্ষেপ নিচ্ছে। তারা জাল নোটের উৎস, প্রবাহ ও ব্যবহার রোধে কঠোর নজরদারি চালাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংক চারটি পরামর্শ দিয়েছেÑ নোট গ্রহণের সময় এর নিরাপত্তা...